STORYMIRROR

Orpita Oyshorjo

Fantasy Others

4  

Orpita Oyshorjo

Fantasy Others

অচেনা সুর

অচেনা সুর

1 min
462

  


এই যে দেখো কিছুটা মেঘের আড়ালে ,কিছুটা চাঁদের আকাশে 

কিংবা খানিকটা রাতের আঁধারে ,কিংবা জোছনার আলোতে 

এমন এক সন্ধ্যায় যখন দখিনের জানালায় দাঁড়াই,

হাওয়ারা এসে আমার চুলগুলো এলোমেলো করে দেয় 

স্মৃতির দরজায় আলতো কড়া নাড়ে 

ফেলে আসা পথে একা একা যাই হেটে 

কই?কোথাও তো কেউ দাঁড়িয়ে নাই

তবে আমি কেন থাকতে চাই ।


নিমেষে বদলে যাবে একটা অচেনা সুর 

একটা সময় আমিও চলে যাবো বহুদূর 

 তুমি ফিরে তাকালে 

আমাকে আপন মনে ডাকলে 

তবেই আমি ফিরবো গোপনে 

প্রজাপতির ডানায় রংধনু ভর করে,

ঘাসফুলে মুখ লুকিয়ে আনমনা আবডালে 

সাদা কাঠগোলাপরাও থাকতে চায় খুব আড়ালে  

তোমার সজল চোখের করুণ মায়ায় পড়ে 

আমি আর যাবো নাকো বহুদূরে ।



Rate this content
Log in

Similar bengali poem from Fantasy