অব্যক্ত
অব্যক্ত


দ্বিধাহীন রাত্রিতে, এক অক্লান্ত অনাদর,
অভ্যাসের ক্ষতে ভরিয়েছিল, ভাঙা স্বপ্নের ডালি।
যেখানে হিসেব মাপা প্রতি চুম্বন,
ফাঁপা প্রতিশ্রুতির নিক্তিতে মাপা।
তবুও এই বিষপান দৈনন্দিন।
যেন অভ্যাসের দাসত্ব মেনে নিয়ে,
এক আটপৌরে আত্মহনন।
আর অজ্ঞাতসারে, নিজের কাছ থেকে,
নিজেকে লুকিয়ে রাখার অন্তহীন প্রয়াস।
এ যেন ভালো বাসার ব্যর্থ আশায়,
ভালোবাসার মিছিমিছি খেলায়,
মেনে নেওয়া পরাজয়।
তবুও এই নেশা চিরন্তন।
হইতো ভুল জেনেও, ভুল করে ভুল করার এই আদিম অভ্যেস,
আমাদের মানুষ হয়ে বেঁচে থাকার দাম।