STORYMIRROR

SUBHAM MONDAL

Romance Fantasy Others

3  

SUBHAM MONDAL

Romance Fantasy Others

অবুঝ ভালোবাসা

অবুঝ ভালোবাসা

1 min
188

চোখের নীলে নীল জমেছে পেরিয়ে গেছে বিপদক্রম।

 মনের পটে মন বুনে যায় ছুঁয়ে দেবার উপক্রম।


চিবুক বেয়ে ঠোঁট অভিযান, হৃদয় জুড়ে আল্পনা। 

কষ্টিকারির কাঁটার ভীড়ে পাপড়ি ছোঁয়ার বাহানা।


অভিমানী সংস্রবে আজ পৃষ্ঠটানের অবুঝ গাথা। 

অন্ত্যমিলের মধ্যমণি স্বপ্নে বােনা নকশিকাঁথা।


জোৎস্নার অন্তর্বাসে দ্বিপাক্ষিক চুক্তি সাক্ষ্য।

 কষ্টি পাথর যাচাই করে দূরত্বেরা ঋণমুক্ত।


দু-এক প্রস্ত পিছুটানে আলােকবর্ষ আয়ুরেখা। 

তুমি আমার প্রেমবিলাসী আদর ভেজা বহ্নিশিখা।


Rate this content
Log in

Similar bengali poem from Romance