অভিশাপ
অভিশাপ


গর্ভের অভিশাপ ছিল জন্মের সাথে,
জন্মকালীন শিশুমৃত্যু হয়নি এটুকু সান্ত্বনা,
সামাজিক দাবদাহতে জ্বলছে উর্বর মন,
অপাংক্তেয় আস্তাকুঁড়ই আসল ঠিকানা।
সামাজিক পরিচয়হীন একটি সন্তান,
জানে না অকৃত্রিম ভালবাসার সীমানা;
আঁধারের সংসারে বেঁচেবর্তে থাকা,
নীরবে চলছে মানবিক অবমাননা।
জন্মের অভিশাপ সামাজিক সুখে!
পর্দানশীন হ'য়ে থাকতে চায় ভদ্রসমাজ;
এরাই শেখায় সামাজিক দায়বদ্ধতার পাঠ,
কবে বন্ধ হবে ভেকধারী ভদ্রলোকের রাজ?