অবগাহন
অবগাহন
বর্ষণ মুখরিত সন্ধ্যায়,
হাতে নিয়ে ভালোবাসার হাত,
হাঁটা পথে এগিয়ে ছিলেম অনেক।
ঘন কালো মেঘ ভরা আকাশ,
মনোরম হালকা মৃদু হাওয়ায়
দাঁড়িয়ে গেলাম ক্ষণেক।
খোশগল্পের বিবরে অবগাহন,
চোখেমুখে প্রশান্তির অপরূপ নীরবতা,
অনুভূতির উষ্ণতায় প্রকাশিত হৃদয়ের তাপ।
শাড়ির উড়ন্ত আঁচলে প্রকট চঞ্চলতা,
হৃদসাগরের তরঙ্গে লাগে দোলা,
বুকের পিঞ্জরেতে হাঁপ।
দুটি মনের সেতুবন্ধনে,
গগনেতে জমাট বাঁধলো মেঘ,
ছিড়ে গেলো স্বপ্ন দেখার তার,
অঝোর ধারায় বৃষ্টি পড়লো ঝরে,
মেঘের বুকে আলোকরেখা ধায়,
শ্রাবনধারায় অশ্রু একাকার।
