STORYMIRROR

শিপ্রা চক্রবর্তী

Abstract Others

2  

শিপ্রা চক্রবর্তী

Abstract Others

অবাক পৃথিবী

অবাক পৃথিবী

1 min
150


সারাদিনের ক্লান্তি শেষে সূর্য

যখন অস্তমিত,

নক্ষত্রমন্ডল করে তখন

রাতের আকাশকে আলোকিত।

অসংখ‍্য নক্ষত্রের ভীড়ে যখন একফালি

চাঁদ ছড়ায় তার মৃদু আলো,

সেই জোৎস্না গায়ে মেখে প্রকৃতি হয়ে

ওঠে মোহময়ী, কেটে যায় আঁধার

রাতের কালো,

শত সহস্র আলোক বর্ষ দূরে এ

যেন এক অজানা শহর,

দিনে সূর্য, রাতে তারা রূপের কি বহর।

আবাক পৃথিবী অপরূপ তার সৃষ্টি,

এ যে স্রষ্ঠার হাতের কির্ত্তী।


विषय का मूल्यांकन करें
लॉग इन

Similar bengali poem from Abstract