আস্তিক নাস্তিক
আস্তিক নাস্তিক

1 min

713
সকাল থেকে রাত্রি যাবৎ
দিনমজুরি পেটের দায়ে,
রক্তে য'দিন আছে তাকৎ
পরিবারই পুজ্য পায়ে।
প্রশ্ন করা নয়তো সঠিক,
তুমি আস্তিক না নাস্তিক?
বিদ্যালয় শিক্ষা লেবেল
ছকে বাঁধা পাঠ্য বই,
শিক্ষার্থীর মন্ত্র কেবল
স্কোর কার্ডেতে সেরা রই.
প্রশ্ন করা বেযায় বেঠিক,
তুমি আস্তিক না নাস্তিক?
নবীন থেকে প্রবীণ যুবা
শেষ ঠিকানা অমৃতধাম,
হিসাব নিকাশ রাখে কে বা
সব কিছুতে নিশকাম।
প্রশ্ন করা হবে না ঠিক,
তুমি আস্তিক না নাস্তিক?
জীবন এক কঠিন যুদ্ধ
নিজেই ভাঙ নিজের বৃত্ত,
মনটা থাকুক সদাই শুদ্ধ
মানতে হবে এটাই নিত্য।
উত্তরটা জেনো সঠিক
তুমিই আস্তিক, তুমিই নাস্তিক।