STORYMIRROR

Md Bakibillah

Classics

5.0  

Md Bakibillah

Classics

আস্থা ::

আস্থা ::

1 min
567


আমি অবিশ্বাসী হতে পারিনি,

অনেক চেষ্টা করেও --

বারবার সেই আস্থাতেই ফিরে আসি আমি --

তাই বলতেই পারো তুমি,

আমাকে আস্তিক ।


আমি যখন সুস্থ ও সফলতায় থাকি

আমার আস্থা সকল উদাসীন থাকে ঠিকই

তবে শীতঘুমে যায় না চলে 

অবচেতনে লালিত হয় মস্তিষ্কের কোঠরে !!


আর বিপদ ঘিরে ধরলেই -

উত্তরণের পথ পেতে 

 ফিরে যাই বারবার--

সেই অদৃশ্য বিশ্বাসের কাছে !!


আমি সৃষ্টি বৈচিত্রের রহস্য উন্মোচনে

কত না কল্পনা বিলাসী --

আর অমিল হিসাব মেলাতে না পেরে শেষে ,

বারবার সেই বিশ্বাসেই ফিরে আসি --


আমি মহাকাশ জয়ী মানব প্রতিনিধি

এখনো কল্পনা করি ব্রহ্মাণ্ডের বিস্তার,

আর বিশ্বাসে জানি,তুমি মহান রব,

তুমিই তার স্রষ্টা ও প্রতিপালক ।


আমি আস্থা রাখি করুণাময়ে

কারণ আমার মস্তিষ্ক ততোটা উর্বর নয়

যতটা উর্বর হওয়া চাই --

নাস্তিক হতে ----


Rate this content
Log in

Similar bengali poem from Classics