আষাঢ়
আষাঢ়


আষাঢ়
সে একটা সময় ছিলো
আষাঢ় যতো গড়াতো
ব্যাং এর গোঙানি বাড়তো ।
রাত যতো গভীর হতো
জোনাকি গুলো জ্বলতো
ঝিঝি গুলো সুর মেলাতো।
কাঁকড়া গুলো পুকুর ডোবা থেকে
লাইন দিয়ে উঠে আসতো
চতুর্দিক জলে জলময় হয়ে যেতো ।
পাড়ার ল্যাংটা পুটু গুলো
পথে হাপুস হুপুস করতো
হাতে হাতে কই, ল্যঠা ধরতো ।
দু চারটে ঢোড়া হেলেও
পাশ দিয়ে পেরিয়ে যেতো
লাঠি দিয়ে মেরে ফেলতো ।
চাষি, চাষি বৌ আনন্দে মেতে উঠতো
&n
bsp; কাজ কিছুতেই শেষ হতো না
কাজ কাজ সময় নেই আজ ।
আজ ই করতে হবে শেষ
তারপর চার মাসের বিশ্রাম ঘুম
চলতো আনন্দের ধুম ।
কোথায় গেলো সে সব দিন
এখনও আকাশ মেঘ বিহীন ।
উত্তর ভেসে যাচ্ছে জলে
পাহাড়ে নামছে পর পর ধস
পর্যটকদের হচ্ছে আপশোস ।
গাড়ি ঘোড়া বন্ধ , কি করে ফিরবো দেশে
দক্ষিণে তাপ প্রবাহ রয়েছে সমান জারি
জানিনা কি হবে অবশেষে !
.............................................