STORYMIRROR

Bidyut chakraborty

Inspirational

3  

Bidyut chakraborty

Inspirational

::আসল লড়াই::

::আসল লড়াই::

1 min
318

অনেক তো হলো জাতের লড়াই

চলো, এবার লড়ি ভাতের লড়াই।

নিজেকে ধর্ম নিরপেক্ষ দেখাতে

কী কী খাবার রাঁধতে পারো ;

গাল ফুলিয়ে গর্ব ভরে তা না বলে

একমুঠো খেতে পায় না যারা

খাওয়াও তাদের রেঁধে বেরে ।

নিজেকে ধর্মনিরপেক্ষ প্রমাণ করার

মরিয়া চেষ্টা না করে

সবার আগে প্রমাণ করো

নিজেকে তুমি মানুষ বলে।

মৃন্ময়ীকে চিন্ময়ী জ্ঞানে মাতৃরূপে করছো পূজা

অথচ গর্ভধারিণী মা আজ তোমাদের বোঝা ।

মাটির নারী মূর্তি কে দাও দেবীর সম্মান

অথচ জ‍্যান্ত নারীর সম্মান হরণ করে

করছো তাদের অপমান।

কাক আজ কোকিল হয়ে বুদ্ধিজীবী সাজে

বসন্তে নিজের আখের গোছাতে সদাই ব‍্যস্ত থাকে

নিজের বুদ্ধি অন‍্যের কাছে দিয়েছে ওরা বাঁধা

তাই বন্ধ হয়েছে ওদের প্রতিবাদে গর্জে ওঠা।

অন‍্যায়ের প্রতিবাদে অন‍্যায় না করে

এসো,কাঁধে কাঁধ দিয়ে হাতে হাত ধরে

অন‍্যায়ের বিরুদ্ধে লড়াই করি

আমরা ন‍্যায়ের বর্ম পরে।

দিনের শেষে পেটের খিদে যখন দাঁড়াবে এসে

কে দাঁড়াবে তখন খাবার হাতে তোমার পাশে?

তাই চলো জাতের লড়াই সরিয়ে রেখে

বাঁচার লড়াই চলো করি সবাই একসাথে।


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational