STORYMIRROR

শিপ্রা চক্রবর্তী

Abstract Others

3  

শিপ্রা চক্রবর্তী

Abstract Others

আশ্রয়

আশ্রয়

1 min
152


তুমি শক্তি, তুমিই প্রকৃতি,

তুমিই সকল কিছুর আধার,

তোমার হাতেই জন্ম,

তোমার হাতেই মৃত‍্যু,

তুমিই চালাও এই জগৎ সংসার।

তুমি দয়াময়ী,

অপার তোমার করুণা,

তুমি মনের ছন্দে বাজাও আপন বীণা।

যে বীণার সুরে আছে বেঁচে থাকার মন্ত্র,

তোমার ইশারায় যে চলে সমস্ত জগৎ,

আমরা যে কেবল যন্ত্র।

ভুলে থাকি তোমায় আমিত্ব বোধের

অহংকারে,

আটকে পড়ি মোহ মায়ায় ঘেরা

সংসারের বেড়াজালে।

শক্ত মজবুত এই জাল ছিন্ন করা

বড়ই কঠিন,

তাই ভুল পথে চলতে থাকি

দিনের পর দিন।

তুমি আলো হয়ে এসে দেখাও সঠিক

পথের দিশা,

জীবন থেকে দূর করে দাও

ঘোর অমানিশা।

দিকভ্রান্ত পথিক আমি সঠিক

পথ দেখাও,

আমার জীবন তরীর হাল নিজের

হাতে তুলে নাও।

যা কিছু ভুল করেছি এ জীবনে

ক্ষমা করে দিও, 

তোমার রাঙা চরণ তলে আমাকে

আশ্রয় দিও।




Rate this content
Log in

Similar bengali poem from Abstract