আঁধারে জীবন
আঁধারে জীবন
শিক্ষার মূল্য আছে চাকরি কাছে বন্ধক---
যোগ্যতা,রোজগারের কাছে হার মানে।
স্বপ্ন সে তো পাহাড় ভাঙা নুড়ি,
সোকেস ট্রে সাজানো সৌন্দর্য,
এক চিমটি ঘুম সেও অমিল অভিমানে।
একটা জীবন আছে প্রেমিকার কাছে বন্ধক--
মানবিকতা,প্রতিষ্ঠার কাছে হার মানে।
জলে ভাসা আঁখি দেখে প্রতিবিম্ব
বাস্তব বহু দূরে সরর্ষে ফুল
এক চিমটি সুখ সেও অমিল অভিযানে।
এক অণু মন সেও শূণ্যতার কাছে বন্ধক---
আবেগ,হীনমন্যতার কাছে হার মানে।
ইচ্ছে গুলো ডানা ভাঙা পাখি,
নীল আকাশ গেছে ভুলে,
এক চিমটি খুশি সেও অমিল বাস্পায়নে।
তাই রাত্রি শেষে এখনও হয় নি সকাল-----
পুব আকাশে সূর্য ওঠে নি
জানলা থেকে পর্দা সরে নি,
গাছে গাছে পাখি ডাকে নি
গভীর আঁধারে জীবন এক টাইটানিক।
