STORYMIRROR

Abhijit Halder

Abstract Inspirational

2  

Abhijit Halder

Abstract Inspirational

আম্ফান

আম্ফান

1 min
163

বঙ্গোপসাগরে সৃষ্ট তুই

করলি ধ্বংসের খেলা

কি করে বাঁচবো আমরা

বলে দে তোরা?

চারিদিকে শুধু ধ্বংসের স্তূপ

হাঁটু সমান জল

ভেসে গেল কত বাড়ি

কত বা আপন জন।

তুই এতো নিষ্ঠুর কেনো

ভাঙলি হাজারো গাছ

কোথাও বা গুঁড়ো করলি

হাজারো বিদ্যুৎ এর খুঁটি।

তুই এতো সার্থপর কেনো

নষ্ট করলি হাজারো হেক্টর

কষ্টে ফলানো চাষের ফসল

কি খেয়ে বাঁচবো আমরা

বল না তোরা?

তুই যদি বুঝতিস সবি

তবে ধ্বংস করতিস না।

উঠবো আমরা মাথা তুলে

করবো আমরা আবার জয়

ধংসের পরে নতুন সৃষ্টি

করবো আমরা দিনভর।

পেয়েছি আমরা বাঁচার মন্ত্র

এটাই আমাদের অঙ্গীকার।।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract