STORYMIRROR

Saibal Ray

Comedy Inspirational

5.0  

Saibal Ray

Comedy Inspirational

আমি

আমি

1 min
286

কিছু ফাজলামি মারি

মহৎজনকে নিয়ে। 

কিছু আঁতলামি করি

মানুষের নাম দিয়ে। 

বেঁকিয়ে চুরিয়ে কথা কাটি

ব্যঙ্গ লেখার নামে। 

বাগ্মি আমি চুটকি ছাড়ি

লেখক হবার দামে। 

বিদেশি সুর বসিয়ে দেই

নিজের লেখা গানে। 

লঘুতার দোহাই দিয়ে

কথা বাঁধি তানে। 

নাম করেছি বক্তা বলে

আঁতেল সমাজে। 

অ্যপলিটিক্যাল ডাকে সবাই

চিকন আওয়াজে। 

রাশভারী গণসঙ্গীত মেরে

গেয়েছি লঘু গান। 

বামেডানে হোঁচট খেয়ে

হয়েছি পোস্টমর্ডান। 

তত্ত্ব পড়ে তথ্য ঘেটে

জীবন হয়েছে বোরিং। 

তাই মিল দিতে অনেক খেটে

ধরেছি গঙ্গাফড়িং।

ফড়িং ফড়িং করে মন। 

জীবন চিৎপাটাং। 

রদ্দি লিখে ফন্দি এঁটে

সাফল্য সটান। 

এভাবেই ভালো আছি। 

হয়েছি বুদ্ধিজীবী। 

এদিক সেদিক হাত মারি। 

কে বলে পরজীবী! 

বক্সা ঘুরে নক্সা লেখা

আমার কম্ম নয়। 

শহুরে ন্যাতা, পঙ্কিলতা

আমার যে বিষয়। 

এভাবেই নাম কিনেছি। 

হয়েছি যে আঁতেল। 

কুর্তা পরি, দাড়ি রাখি, 

নাকে দেই তেল। 

হাবিজাবি অনেক কিছুই

লিখি নিমেষে।

দিব্যিদায় নেই কোন, শুধু

নাম চাই অক্লেশে। 

এভাবেই চলব আমি। 

চলছিও এভাবে। 

ফাজলামি আর আঁতলামি

আমার স্বভাবে। 

 


Rate this content
Log in

Similar bengali poem from Comedy