আমি কি মরে আছি?
আমি কি মরে আছি?


আমি কি মরে আছি?
দেহের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতায় সাড় লেগে আছে এখনও,
তারার মতো জীবিতের ভেক ধরে দিন রাতের তারতম্য,
তুষার যুগের ম্যামথ মাথায় যাতনার বন্যা নিয়ে আসে
পাকস্থলীর মতো ডোডোদের ভালোবেসে
ক্লান্ত নাবিকের ঘুম কেড়ে নেয় আধপোড়া পালক!
রোদ মাখা আদুল গায়ে আকাশের নীচে চষে লাঙল,
দিনের সমস্ত বিষণ্ণ কোলাজের কোলাহল
ভিজে জামার ফাঁকফোঁকরে আমি তো আছি বেঁচে?
ফুলে আসা ধানের শীষে ফসলের স্বপ্ন নিয়ে দুই চোখে।