আমার যাবার বেলায় দিও মোরে
আমার যাবার বেলায় দিও মোরে


আমার যাবার বেলায় দিও মোরে
চরণে তোমার ঠাইঁ
এর বেশি মোর চাইনে কিছু
তোমাকেই যেন পাই |
সূর্য, চন্দ্র, তারা ও সাগর
গগন, ভূমি ও আমি
সবাই যেথায় এক হয়ে যায়
ধরিবো কাহারে স্বামী |
কোথায় যে মোর ছিল শুরু
কোথায় হবে অন্ত
হারায়ে ফেলেছি ঠিকানা সবই
হয়েছি তাই উন্মত্ত |
তুমি অনন্ত, করো অন্ত
ঠিকানাটি রাখো লুকায়ে
বিত্তাসক্ত হই প্রমত্ত
মায়া-মোহজালে জড়ায়ে |
হাসি-কান্না, পাপ-পুণ্য
বুঝি না কোনটা আমার
যতন করে রেখেছি ধরে
আমিকে মহান ভেবে |
সকলি হারায়ে, শুন্য হৃদয়ে
আজি এসেছি তোমারি দ্বারে
দিয়ো ভালোবাসা হৃদয় ভরায়ে
পারি যেন দিতে সবারে |