আমার শূণ্য ঘর
আমার শূণ্য ঘর
তার স্নিগ্ধ স্পর্শ, তার লাবণ্য ভরা মুখ,
শত আঁধার মাঝে যেন এক চিলতে সুখ।
তার আসা যাওয়ার সুবাস ভাসে আমার এ প্রাঙ্গণে,
তার উষ্ণ রূপের ছোঁয়া লাগে আমার গহন মনে।।
ঘরে আমার এক ফালি রাত নিরব অপেক্ষায়,
ধুসর দেওয়াল, ধুলো মাখা হারানো সুর গায়।
তার আবেশে জড়ানো রাত কথা কিছু বলে,
অবহেলায় একদিন সেও যাবেই বুঝি চলে।।
দক্ষিণের ওই পুকুর ঘাটে হল প্রথম দেখা,
সবই আছে মনের খাতায় যত্ন করে লেখা।
আমার বাড়ি ব্রাহ্মণ কুল, কুলীন বলে কথা,
জাতিবাদের ছোরা মেরে দিল তারে ব্যথা।।
রক্তাক্ত হৃদয় যে তার শব্দ গেল ভুলে,
আমায় ছেড়ে নিরব রাতে কোথাও গেল চলে।
ফিরল না সে আর কখনো আমার শূণ্য ঘরে,
একটি একটি দেওয়াল আমার খসে গেল ঝড়ে।।
স্মৃতিটুকু আঁকড়ে ধরে আমার বেচে থাকা,
হৃদয় আমার তার মোহোতে আজও মোহো মাখা।
বাসর রাতের স্বপ্ন আমার অজানা এক দেশে,
হারিয়ে গেল জীর্ণ রূপে গহন রাতের বেশে।।
বিরহ শোক মন মাঝারে জালাল আনল শিখা,
আবার জানি কোন জনমে পাব যে তার দেখা?
মনের দাবি মনেই ঘুমোয় লোহার শিকল পরে,
অজানা এক প্রতিক্ষাতে আমার শূণ্য ঘরে।।

