STORYMIRROR

DIPANJAN BHATTACHARJEE

Abstract Fantasy

3  

DIPANJAN BHATTACHARJEE

Abstract Fantasy

আজ নিশীথে

আজ নিশীথে

1 min
240

আকাশের বুকে জমেছে যে মেঘ,

গভীর রাতের শেষে ।

ঝি ঝি দের ডাক ওই শোন সবে,

বিরল পরীর বেশে।


বরষা আবার এসেছে দুয়ারে, 

বারিদের ধারা ঝরে।

স্নিগ্ধ নিঝুম মধ্য নিশীথে ,

মন যে থাকে না ঘরে।।


তরুন বাতাস নব কল্লোলে,

বয়ে চলে অবিরত।

নতুন পাতা সেজেছে আবার,

বাসর রাতের মতো।


উদাসীন মন বোঝে না যে ছল,

সরল বাঁশির সুর ।

আজ নিশীথে ঝড়ের ভেলা,

বয়ে যায় বহু দুর।


স্বপ্ন আসে নবীন বেশে,

সিক্ত ধরার পরে।

এ কোন সুখের হদিশ পেলাম?

আজ নিশীথের ঝড়ে।


পুরাতন যত স্মৃতি মাখা ঢেউ, 

হৃদয়ে আছড়ে পড়ে।

মনের কোণের ধুলা গেল উড়ে, 

আজ নিশীথের ঝড়ে।


ভাবুক চিত্ত বোলে ওঠে মোরে,

কত পথ চলা বাকি।

ঝড়ের রাত্রে আমি বা কেমনে, 

স্মৃতি দের দুরে রাখি?


মাটিভেজা স্বাদ বড় আহ্লাদ,

শিহরণ জাগে মনে।

কবির হৃদয় বড় নির্দয়, 

কোনো কথা নাহি শোনে।


দেখে যাই আমি মেঘেদের খেলা,

নিরব নয়ন মেলে।

অতীতের তীরে চেয়ে দেখি আমি,

কত কি এসেছি ফেলে।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract