STORYMIRROR

DIPANJAN BHATTACHARJEE

Abstract Classics Others

4  

DIPANJAN BHATTACHARJEE

Abstract Classics Others

প্রশ্ন টা চেপে যান

প্রশ্ন টা চেপে যান

2 mins
274


ওরে বাবা কি জালা, মুখ খোলা যাবে না,

আজকের যুগে এসে স্বাধীনতা পাবেনা।

জনগণ কি যে চায়, কেউ কিছু বোঝে না, 

মুখ খুললেই জেল, এ কেমন তাড়না?

চুপ চুপ বোলোনা, অন্যায় হয়ে যাক,

ছা পোষা মানুষ তুই, ছা পোষাই হয়ে থাক।।


ওরা যদি দিন বলে মাঝ রাত প্রহরে, 

তবে তুমি তাই বোলো রাজকীয় বহরে।

দু বেলা খেতে পাবে, সুতে পাবে গদি তে,

বাকি সব ভেসে যাক নির্বাক নদীতে ।

একজন চুরি করে, একজন বাধা দেয়,

তুমি শুধু দেখে যাও মুখে তালা দিয়ে তাই।।


যদি মুখ খুলেছ সোজা জেলে ভরে দেবে,

ওরাই তো শ্রেষ্ঠ, তুমি কি বা করে নেবে?

এ যুগের সত্য, অর্থ ই বলে দেয়,

চুরি যে করে, তার ই দিন সুখে যায়।।

সেই হয় রাজা তাই, রাজকীয় অভিমান,

তুমি দাদা বসে শুধু সয়ে যাও অপমান।।


তুমি তবে চুরি টুরি, ওসবেও থেকনা,

ওরা যদি চুরি করে, চোখ খুলে দেখনা।

যদি তুমি বলে ফেল, দোষী কে, কি তার নাম, 

দু দিনেই দেখে নেবে নিদারুণ পরিণাম।

হয় তো জেলের ঘানি নয় তো বা স্ট্রেচারে,

গণতন্ত্রে নাকি এই হয় বিচারে ।।


নীরবতা যদি তুমি করে নাও মন্ত্র,

যদি তুমি চির দিন থাকো হয়ে যন্ত্র।

হয়তো তবেই তুমি দয়া পেয়ে বেচে যাবে,

দু বেলা ডাল ভাত, ঠিক ই তুমি খেতে পাবে।

ওরা তবে বিরিয়ানি, চিকেনের নানা পদ,

খেয়ে যাবে যত হোক খুনোখুনি অবরোধ ।।


লাল নীল হলুদে, কত রঙ গেল এল,

জণগন দিল শুধু, বেলা শেষে কি বা পেল?

না না দাদা প্রশ্নটা একেবারে চেপে যান,

জানা জানি হলে পরে করে দেবে খান খান।

হাত পা যেমন আছে, গোছানো মাটিতে, 

থাকবে না সেটা আর আজকের ঘাঁটি তে।।


খুন হয়ে উঠে যাবে হয় তো বা খবরে, 

নয় তো নিরব হয়ে রয়ে যাবে কবরে।

দাদা তুমি মুখ খুলে লাভ কিছু পাবে না,

তোমার কথায় ওরা গদি ছেড়ে যাবে না ।

মানুষ পিটিয়ে আজ ওরা বড় অসহায়, 

ওদের কাজের ছল, আমাদের বোঝা দায়।।


তাই বলি চেপে যান, নির্বাক দর্শক, 

রয়ে যান অভাবে, হোক ওরা বড়লোক।

তবু তো জীবন টা অক্ষত থাকবে, 

ঈশ্বর সব ই দেখে হিসেব টা রাখবে।

একদিন সবারে যেতে হবে তাঁর কাছে, 

অন্য পথ কি তবে ওদের ও জানা আছে?


বিচারের দিনে ওরা সাজা পাবে নিশ্চয়ই, 

খাঁটি পাপ, সে যে বড় দূর্লভ মনে হয়।

সে তো গেল উপরে, যা হবে সে দেখা যাবে,

এখন তো বেঁচে থাকো, তবেই না খেতে পাবে।

মুখ খুলে প্রাণ দেওয়া, সে যে বড় অপমান, 

না না দাদা, প্রশ্ন টা একেবারে চেপে যান ।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract