STORYMIRROR

মোহন দাস (বিষাক্ত কবি)

Romance

3  

মোহন দাস (বিষাক্ত কবি)

Romance

আমার শহর

আমার শহর

1 min
1.1K


শহর জুড়ে মাঘের আদর

ক্লান্ত সিক্ত গায়ে ট্রামে বাসে ট্যক্সিতে উঠে পড়ে

মানুষের ভিড় ঠেলে ছুঁচো বাজির মতো,

আমি জীর্ণ সাদা শরীরে ওকে মেখে নিতে গিয়ে শ্বাসকষ্টে ভুগি

রাস্তার নিয়নের আলোও জরসর -------

দূরবর্তী ফ্ল্যাট বাড়ি দাড়িয়ে ডাকে, সে আদরের প্রতিক্ষারত ।

দৌড়ে চলে যাওয়া ট্রেনের শব্দ ঝংঝং ঝংঝং ঝংঝং....

হৌস্ ------ করে পালিয়ে যাওয়া গাড়ির মিছিল নিস্তব্ধ ।

ফাঁকা পার্কস্ট্রীটের গলিতে

একটা দুটো গনিকা সিগারেটের আবছা ধোঁয়ায়

শীতার্ত কামুক পুরুষ খোঁজে ।

শহর জুড়ে মাঘের আদর ছেলে খেলায় ছিঁড়ে দেয় মোটা চাদর

আমার একটু উষ্ণতা প্রয়োজন

চলে যায় পার্কস্ট্রীটের গলিতে পায়ে পায়ে

বৈশাখের আদর নিতে হবে ।

কালো ঠান্ডা মাখা আকাশে এক ফালি জ্যোৎস্না

বাড়ি খুঁজে ফেরে নির্বাক চোখে,

শহরের বাস ভবনে জায়গা নেই এক ফোঁটা

ও আমার শহর তুমি রাত্রি জাগো নিয়নের জলসা ঘরে

চাঁদের বিছানায় ।



Rate this content
Log in

Similar bengali poem from Romance