STORYMIRROR

Nabanita Patra

Abstract Others

3  

Nabanita Patra

Abstract Others

আমার পরিচিতি

আমার পরিচিতি

1 min
397

তোমাদের আসরে এই প্রথম

আমার অংশগ্রহণ,

বড়দের জানাই প্রণাম ও ছোটদের অভিনন্দন।


নিজের ভাবনা প্রকাশ করতে আমার মঞ্চে আসা,

কিছু কথার আদান-প্রদান ও কিছু ভালোবাসা।


সরল মনের সহজ ভাষায়,

শুধু চাই সবার মন জিততে,

নতুন কিছু ভাবনার উপলব্ধি করতে।


ছোট্ট মনে নানা ভাবনার আনাগোনা,

কিছু বাস্তব আর কিছু কল্পনা।


কবিতার রূপ নিয়েছে আজ আমার ভাবনা,

সবার মন করতে উন্মনা।


যদি পাই ঠাঁই সবার হৃদয়ের মাঝে,

ধন্য হবো আমি আমার এই কাজে।


তাই ভেবোনা আমায় প্রতিদ্বন্দ্বী,

আমি হলাম তোমাদের বন্ধু,

হাত বাড়িয়ে করতে এসেছি সন্ধি।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract