আমার খেয়া
আমার খেয়া


আমার খেয়া পারে ভিড়তে চায় না ;
এ ঘাট সে ঘাট ঘুরে ফিরতে ভালোবাসে।
গাঙের দোলে দুলতে থাকে ইচ্ছেমতন ,
নোংড় তার বহুকালের খোয়া গেছে
কে জানে গহীন কোনো স্রোতে !
বড়ো জাহাজেরা কানাকানি করে বলে ,
" ওই ঘাটবিমুখ নাওখান দেখ সব ,
বিস্তর ঢেউয়ে ও ভাসছে কেমন !
হ্যাঁরে ওর একটিবারও পারে ফেরার ,
স্থির হওয়ার ইচ্ছে জাগে না ? "
আমি বলি ,
" আমি সাগরে মগন করেছি মনন ,
ভ্রমিব সদাই যতকাল আসিবে মরণ ;
বাঁধিয়া রাখিতে শিখি নাই কভু ,
আমার মুক্তি অসীম করিও প্রভু। "