আমার ভালোবাসা
আমার ভালোবাসা


আমার ভালোবাসা
তুমি কি শুনতে পাচ্ছো
আমি তোমায় ভালোবাসি
কবিতা।
সেই কোন ছোট বেলায়
কুমোড় পাড়ার গরুর
গাড়িতে তোমায় দেখেছি
তোমার শব্দ আমায় মুগ্ধ
করেছে।
তুমি কি শুনতে পাচ্ছো
কবিতা।
মধ্যাহ্নে দিয়েছে অক্ষয়
তোমায় বসিয়ে তরুতলে
গরুর পিঠে বসে তুমি
আঁক দিয়েছো পৃথিবীর
তোমার চরণ আমায় মুগ্ধ
করেছে।
বানপ্রস্থে তোমায় নিজের
করে নিয়েছি আমি হৃদয়ে
শব্দের অভাবে, ভাবের অনটনে
তুমি ছিলে আমার পাশে
কবিতা আমি তোমায় ভালোবাসি।
আজ তুমি আমার অন্ধের ষষ্ঠি
অবসর সময়ে আলাপ দাও তুমি
তোমার ভালোবাসায় সিক্ত পানকৌড়ি
মগ্ন থাকি তোমার ছন্দ মিলাতে
কবিতা আমি তোমায় ভালোবাসি।