আমার ভাবনা
আমার ভাবনা
হাসি খুশি জীবনটা হারিয়ে গিয়েছে সেই কবে তারিখটা সঠিক নেই মনে ..!!
এখনও হাসি হয়তো একটু বেশি হাসি----
তবে মনের সাথে আড়ি ,,
প্রিয় মানুষ গুলো কে ভীষণ রকম মনে করি,
নিজের অজান্তে মনের কথার স্তুপ জমিয়ে আশায় বুক বাঁধি ,
ভাবি ও বা ওরা ফিরে এলে জমানো কথা গুলো বর্ষা হয়ে ঝরি...!!
আমার আশা আর ভাবনা হেমন্তের ঝরা পাতার মতই অবিরাম ঝরে পড়ে..!!
আমি আমার চোখ দিয়ে দেখি আমার পৃথিবী
আর ভাবি,,
ভাবনার আর বাস্তবতায় ব্যাপক ব্যবধান,,
কোথাও মিল নেই তিল পরিমান,,
ওরা ভালো আছে..!!
ও ভালো আছে..!
সবাই সবার জগৎ সাজিয়েছে নতুন আকাশে--
ভালো থাকিস তুই,,
ভালো থাকিস তোরা.!
তোদের ভুবনে আর আমার হবেনা আনাগোনা..
