STORYMIRROR

Sipra Debnath

Abstract Others

4  

Sipra Debnath

Abstract Others

আমার বড়ো বোন

আমার বড়ো বোন

1 min
239

❤️আমার বড় বোন❤️


জীবনের পুঁজি জমিয়েছি কিছু ভালোবাসা

তারই এক টুকরো দিব আজ তোমায়

এটুকু আমার মনে ছিল আশা।

কবিস্মরণে তুমি সবার দিদিমণি

আমার হও প্রিয় "দি"

ভালোবাসা ছাড়া আর কি তোমায় আমি দিই।

মাঝে মাঝে তুমি এই ছোট্ট বোনের সাথে

করে থাকো অভিমান

তখন তুমি সত্যিই হয়ে ওঠো আমার বড় বোন।

এতোটুকুও বলছি না মিছে

তোমায় আপন সহদোরা মানি

ছোট বোন বলে কতটা কাছে রেখেছ আমায়

শুধু ওইটুকই আমি না জানি।

ইচ্ছে ছিল হলে দেখা সাথে তোমার 

জড়িয়ে তোমায় ধরবো আমি

বুকের কাছে একবার।

দূরত্বই কাল হলো, অনুষ্ঠানে হলো না যাওয়া আমার

তাইতো কাছ থেকে তোমায় ছুঁয়ে দেখা হলো না আর

কি সুন্দর লাগছিল তোমায় হলুদ শাড়িতে

আবির মাখা চেহারা বাড়িয়ে ছিল উজ্জ্বলতা

কফি হাউসে কবিস্মরণের অনুষ্ঠানের।

শুধু আমি নই ভালোবাসে সবাই তোমায়

প্রত্যক্ষ করেছ সেদিন কবিস্মরণের সভায়

এই ভালোবাসা থাকুক চির অটুট

কবিস্মরণ আমাদের প্রেমের বন্ধনে বেঁধে রাখুক।

দাদাভাই, দিদিয়া আর আর তুমি

কবিস্মরণের আত্মা প্রাণ মধ্যমনি

ভালোবাসি তোমাকে 

নিজের মতো করে শুধু এইটুকু জানি।

উইশ করছি আজ তোমায় শুভ জন্মদিন

শুভ জন্মদিন শুভ জন্মদিন শুভ জন্মদিন

হাসি খুশি আনন্দে কাটুক আজকের দিন 

আর চিরদিন। 

উইশ তোমার পূর্ণ হোক,পূর্ণতা পাক 

আজকের এই দিন। Love you di ❤️❤️❤️.

 @sipra debnath Tultul.



Rate this content
Log in

Similar bengali poem from Abstract