আমাদের সোয়েটার
আমাদের সোয়েটার


কাঁটা তোমার , উল তোমার, রং, নকশা
সব...সব তোমারই দেওয়া
তোমার পছন্দ মিলিয়ে সোজা-উলটো...
কখনো সেইসবই এক চূড়ান্ত গাফিলতির নমুনা!
বুনে চলেছি, ঠিক ভুল বারবার সব জড়িয়ে যায় এই অপটু আঙুলে
আমি আর তোমার খোঁজ পাইনা এই উলে
কাঁটার খোঁচায় মনে পরে
তুমি ঠিক দেখবে এই কাজ মন দিয়ে
সোয়েটার ঠিক বুনবো আমি
বুনে দেব তোমায় তোমার পছন্দের সবটুকু
শুধু বেচবোনা সোয়েটারের উষ্ণতা
বেচবোনা আমার আঙুলের স্পর্শ
অসফলতার ভয়গুলো শুধুই আমার
এই নিপুণ সোয়েটার নিয়ে যেও তুমি
শুধু খুঁজোনা আমায়!
আমি তখন আমার উল, কাঁটা, রঙের দেশে
আমার সোয়েটার আর বোঝেনা তোমায়!