STORYMIRROR

SUBHAM MONDAL

Inspirational Others

3  

SUBHAM MONDAL

Inspirational Others

আমাদের বিদ্যালয়

আমাদের বিদ্যালয়

1 min
698

আমাদের বিদ্যালয় দিয়েছে বিদ্যা দিয়েছে শিক্ষা 


করেছে শহর কুসংস্কারে মুক্ত,


গড়েছে দেশ, গড়েছে বাংলা, বিজ্ঞানে বিষয়ে যুক্তি যুক্ত।


 জাগিয়েছে ছাত্রদের মনে পড়ালেখার মজা আর ফুর্তি, 


মিটিয়েছে সকলেল মন থেকে পড়াশুনার ভয় আর ক্লান্তি। 


বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকাদের কেউ বা মিঠে


কেউ বা রাগী আবার কেউ বা খুব ভালাে-


শিখিয়েছে আমাদের করতে সকল মানুষের ভালাে।


 শিক্ষক শিক্ষিকারা দিয়েছে যত করেছে নিজেদের রক্ত জল, 


ফলস্বরূপ পেয়েছে অমূল্য রত্ন পেয়েছে আশার ফল।


 প্রত্যেক বছর বিদ্যালয় হতে বেরােচ্ছে নতুন নতুন অমূল্য রত্ন ,


আরও ভালাে ফলেল আশায় শিক্ষক শিক্ষিকারা দিচ্ছে ছাত্রদের উপর আরও যত্ন।


 এছাড়াও বাড়াচ্ছে বিদ্যালয়ের গর্ব নানানভাবে কখনাে বানাচে-গানে, কখনােবা খেলাধুলায়, কখনাে বা ২৬শে জানুয়ারী কুচকাওযাজে।


 সঙ্গে নিয়ে আপনাদের আশীর্বাদ, এগাতে এগােতে এভাবে 


একদিন আমাদের বিদ্যালয় পাবে পশ্চিমবঙ্গের সেরা পুরস্কার।


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational