STORYMIRROR

Nityananda Banerjee

Abstract Fantasy

4  

Nityananda Banerjee

Abstract Fantasy

আল্পনা

আল্পনা

1 min
348

আল্পনার স্বপ্ন

কবিতা ( সনেট)


সক্রিয় ভূমিকা তার ; চাউলের গোলা,

নবরূপে শিল্পসত্তা অস্থির প্রতিভা,

সুকৃতি আকর করে পান কিম্বা পোলা,

অঙ্কনে বঙ্কিম রেখা আশাবরী বিভা।


রক্তস্নাত মদিরার অস্থির চুম্বনে,

কালজয়ী অর্থশাস্ত্র রচিয়া চানক্য,

পত্রবাহী মেঘদূত লুম্বিনী উদ্যানে,

জীবনে মরণে দেয় অযাচিত ঐক্য।


অথবা সিংহের থাবা কর্দমাক্ত স্থলে,

গমনেচ্ছু হরিণীর বক্ষে হানে ঘাত,

কতখানি সিক্ত করে কুম্ভীরাশ্রু জলে,

মরণের অন্যপারে গন্তব্য দৈবাৎ ।


কল্পলোক চিত্ত যদি স্বপ্নালোক মন,

আল্পনায় চিত্র লেখা অনন্য সৃজন।

@ সুরক্ষিত#


Rate this content
Log in

Similar bengali poem from Abstract