আলোর উৎসব
আলোর উৎসব


পুজোর উপাচার নাকি অহেতুক আড়ম্বর?
বাহ্যিক দেখনদারি নাকি অন্তরের সাধনা?
মূর্তিপূজা কিন্তু একটা বিগ্রহ থাকলেই হয়,
উপাসনা মানেই তো নয় ঈশ্বরের আরাধনা।
হাজার প্রদীপ সমারোহে সাজে মন্ডপ চত্বর,
আলোকিত পারিপার্শ্বিকে দেবীর জয়গান;
সরঞ্জামের আতিশয্যে যায় কী চরণ ছোঁয়া!
চির অধরাই রয়ে যায় আত্মার অনুসন্ধান।
তবু আলোকবৃত্তে সেজে ওঠে আমার শহর,
পারে না পথের সংসারের আঁধার ঘোচাতে;
জঞ্জাল ঘেঁটে রুটির সন্ধান করে যে শিশুটা,
আলোর প্রলেপ পারে না তার অশ্রু মোছাতে।
অন্ন সংস্থানের চিন্তায় ওদের দিন গুজরান,
কলরবে ফাটা ঠোঁটের কান্না চাপা পড়ে যায়,
তোমার কাছে যেটা শুধু আনন্দের উপকরণ,
সেটাই তো দিনশেষে ওদের ক্ষুণ্ণিবৃত্তির উপায়।
অফুরন্ত খরচে ভক্তি থাকে না, থাকে অপচয়,
শেষে সমস্ত আয়োজন বিসর্জনেই জলাঞ্জলি;
ফ্যাকাশে লাগে এত বর্ণচ্ছটার সমস্ত জৌলুস,
তবু আলোর উৎসবে মাতে শহরের অলিগলি।।