আজও অসহায়
আজও অসহায়
আমি বন্যার জলে ভাসতে থাকা
পরজীবী এক জীব,
পাই বর্ষার মেঘে ভয়,
ফি বছর বন্যার দাপটে
ধান জমি জলাশয়।
সুখের জীবনে এসেছে বিপদ
প্রকৃতির রোষ জলের ধারায়,
শব্দমুখর বর্ষণ অবিরাম,
জলে কাদায় রাস্তা হারায়।
বয়ে গেছে ঘর, গবাদি পশু,
স্থান পেয়েছি গাছের ডালে,
নদীর বাঁধের ফাটল দিয়ে
হু হু ঢুকছে বানের জলে।
দৈন্যতার সঙ্গী চরম দুর্দশা,
অসহায়তা প্রকটিছে জীবনে,
যোগাযোগ বিনে চিন্তিত স্বজন
গুমরিছে বাতাস চাপা ক্রন্দনে।
কেটে যাবে দিন, আশায় মানুষ,
দেরি হলেও ঠিক মিলবে ত্রাণ,
পোশাক-আশাক, শুকনো চিড়ে,
বাঁচার তরে আকুল প্রাণ।
সহজ সরল জীবন ধারায়
প্রলয় এসে দুঃখ ভরায়,
খাম খেয়ালি প্রকৃতির হাতে
আম সাধারণে আজও অসহায়।
