আজকের আরব্য রজনী
আজকের আরব্য রজনী
আরব্য রজনী বলতেই চোখের সামনে
ভেসে ওঠে সেই কল্পনায় মোড়া
রঙিন জগত,
যেখানে আছে আলাদিন আর তার
আশ্চর্য প্রদীপের অদ্ভুত সুন্দর গল্প।
প্রদীপ থেকে বেড়িয়ে আসে মস্ত
বড় এক জীন!
আলাদিনের জীবনকে করে তোলে
নানা রঙে রঙিন।
কিন্তু আজকের আরব্য রজনীতে
নেই কোন রকম অলীক কল্পনা,
আছে রূঢ় বাস্তবের চিত্র যেখানে চলে
মৃত্যুর ভয়ে দিন গোনা।
সত্যি করেই যদি হত আলাদিনের
সেই আশ্চর্য প্রদীপ,
আর প্রদীপ থেকে বেড়িয়ে আসত
শক্তিশালী জিন,
এই বাস্তব পৃথিবীটাকে কল্পনার রঙিন
মোড়কে দিত মুড়িয়ে,
যেখানে একে অপরকে সবাই
ভালোবাসা দিয়ে রাখত ঘিরে।
জ্বলতোনা কোন রকম হিংসা আর
প্রতিশোধের আগুন,
সবার অন্তর থেকে ভেসে আসত
জীবনমুখি গানের সুর।
কিন্তু কল্পনা যে কল্পনার মধ্যেই থাকে
সীমাবদ্ধ,
বাস্তবের কাছে বারবার সে হয় পরাজিত।
বাস্তব যে বড়ই কঠিন!!
চোখের সামনেই এক নিমেষেই বিবর্ণ
ফ্যাকাসে হয়ে যায় সমস্ত রঙিন দিন।
ভেঙ্গে চুরমার হয়ে যায় মনের মধ্য
যত্ন করে গড়ে তোলা স্বপ্ন,
কোমল মনের জায়গায় কঠিন কঠোর
মন নেয় জন্ম।
যার মধ্যে কল্পনার জগতের নেই
কোন স্থান!
বাস্তবই তার কাছে ধ্যান আর জ্ঞান।
