আহত জন্ম...
আহত জন্ম...
আমাকে নির্জন মৃত্যু দিও..
সতেজ আঘাতের চিহ্ন ভুলে যাবো!
অলৌকিক অলংকৃত মায়ারথ থেকে
একমুহূর্ত নিঃশ্বাসের জন্য আর কান্না নেই আমার!
তোমাদের রাজদূত লড়াই,
অহেতুকী জ্ঞানী উৎসবের সুখপাখি,
অনাথ দৃষ্টিতে চৈত্রের বিকিকিনি,
প্রবল সুখী সভ্যতায় অসংখ্য অসহায় ভীত মানুষ..
অসভ্য বিবেকও আজকাল মাথা নিচু করেছে লজ্জায়
এ পৃথিবী দেখবো বলে
অন্তত আমার এই ভৌত জন্ম নয়..
যে পৃথিবীতে সাম্রাজ্যের স্থপতিদের পায়ের নিচে
নির্বাক-ধূসর বিবর্ণমুখ প্রজন্মের প্রজাপতিরা
কালের অভিশপ্ত ছায়া দেখে রাতে ঘুমোতে যায়
ইশ্বর নিশ্চিত তার গ্রন্থের লিপিতে
এই পৃথিবীর কথা বলেননি;
এবারে আমাকে নির্জন মৃত্যু করুণা কোরো..
কথা দিচ্ছি,
সভ্যতার অসভ্য এই উল্লাস আমি নিশ্চিত ভুলে যাবো!
আহত জন্ম
