STORYMIRROR

Bisweswar Mahapatra

Fantasy Others

3  

Bisweswar Mahapatra

Fantasy Others

আগমনী

আগমনী

1 min
430

মা'গো বন্দিতে তোমার চরণ;

আজ শরতে,

এনেছি শিউলীর ফুল মালায়;

তোমায় পরাতে৷

তোমার আগমনী পথের পরে;

কাশের চামর,

বন্দনা গাহিবে শরতের দিনে;

রহিয়া ভাস্বর

সরোজের সরোবরে উড়ন্ত অলি;

গুনগুন গানে,

প্রকৃতির মনসিজে রচিবে দলিল;

তুলি টানে৷

শিশির ধোয়াবে চরণ তব,

ঘাসে ঘাসে,

শিউলী ফুল ফুটেছে তাই;

এই বসবাসে৷



Rate this content
Log in

Similar bengali poem from Fantasy