STORYMIRROR

Paula Bhowmik

Abstract Fantasy Inspirational

4  

Paula Bhowmik

Abstract Fantasy Inspirational

ব্লটিং পেপার

ব্লটিং পেপার

1 min
355

হৃদয় তো নয়, যেন স্পঞ্জ কিংবা ব্লটিং পেপার,

ঝাঁপিয়ে পড়ে দুঃখ গুলো শুষে নিতে চায় সবার।

কিন্তু একটা মাত্র হৃদয়েয় ক্ষমতা কতটুকু আর,

কয়েকদিনেই চুপচুপে হয়ে ভিজে হয় একাকার !

তখন হাঁপিয়ে উঠে মেজাজটা খিটখিটে হয়ে যায়,

আঙুল গুলো চিনচিনে ব্যাথায় আসন্ন বিপদ জানায়।

গুরুত্ব না দিলেও জোর করে ধরে বিছানায় শোয়ায় !

তখন মোবাইল চালানো তো অনেক দূরের কথা,

শ্বাস নিতে গিয়েও কষ্ট, চোখে যে জল আসতে চায়।

বুঝতেও পারিনা কি করে বোঝাবো নিজের ব্যাথা !

নিজেকে শুকোতে অনেক, অনেক সুখ-রোদ চাই,

কিন্তু মেঘলা দিনে, এত সোনালী রোদ কোথায় পাই !

মনে হয় সাধ, সাদা মেঘের ভেলায় চড়ে ভেসে যাই ।

ওষুধ চলুক, আপাতত চলবেনা দেখা কোনো দুঃখই।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract