রংধষের পাশি
রংধষের পাশি
রংধষের পাশি চলে বেঁচে থাকে আকাশের সঙ্গে,
বক্সির সঙ্গে ঘুরে চলে বেঁচে থাকে সমুদ্রের সঙ্গে।
গাঁথি করে সে তাঁর পাশি ভেসে যায় প্রতিটি প্রহর,
বুঝে না কি তাঁর প্রেম হল প্রকৃত সন্ধান।
তাঁর সঙ্গে নাকি বসে থাকে একটি কুকুর লালমন্দ,
সবার দেখে কারো হাতে খেলা না সে আর পারে কোনো ব্যথা বন্ধ।
রংধষ দেখে সে সময়ে মন ভরে উদাসী,
আসলে সে জানে না কত ভালো আছে তার পাশি।
তাঁর পাশি একটা সুন্দর প্রেমের প্রতীক,
তাই সে চলে থাকে সেই পাশি না ছাড়া কাজে কোনো স্থান নেই তার দেখা বিনা সে হতে না পারে সুখী।
