STORYMIRROR

Paula Bhowmik

Abstract Fantasy Inspirational

4  

Paula Bhowmik

Abstract Fantasy Inspirational

ঢিল

ঢিল

1 min
378

পুকুরে ঢিল ছুঁড়ে দেখেছো ?

স্থির কাকচক্ষু জলের আয়নায় !

আকাশে মেঘেদের ছবি কেঁপে কেঁপে ___

চোখের সামনেই কেমন জলে গুলে যায় ।

একের পর এক বৃত্তের সারি___

কি ভাবে সৃষ্টি হয় এতো তাড়াতাড়ি !

বকধার্মিক হওয়া ঠিক ততটা সহজ নয়,

ঠাট্টা করতে যতটা সহজ মনে হয় ।

জীবন যাপনে মানুষ ভান করতে গিয়ে ___

নিজের আসল লক্ষ্যটাও তো যায় ভুলে ।

ভোলা মন আসলে কিন্তু ততটা ভোলা নয়,

মনটাকে যে রাখা চাই নিজের কব্জায়।

মন-ঘোড়ার পিঠে সওয়ার হতে পারলে,

মানুষকে কি আর কিছু আটকাতে পারে ?

যত বাধা বিঘ্নই আসুক না কেন, মন দৌড়ায়,

ইচ্ছে হলে পক্ষীরাজের মতো উড়েও যায়।

পুকুরের ধারে বসে শুধু ঢিল ছুঁড়লেই তো হবে না,

সময় নষ্ট না করে বরং ঢেউ গোনা যাক না !

সময়ের সাথে চললে আর কোনো নেশা লাগেনা।

অভ্যাসের দাস না হয়ে আগে নিজের প্রভু হতে হবে,

কতদিনে যে মানুষ এই কথাটা বুঝতে পারবে !



Rate this content
Log in

Similar bengali poem from Abstract