আধুনিকতার নেশা
আধুনিকতার নেশা
ছিল এক আস্ত ডোবা ঘরের পাশে
নাম ছিল তার লাউডোবা,
ঘাটে ছিল আস্ত এক তালগাছ
হতো রুই কাতলা মাছ
জমির লোভ নিল সব কেড়ে।
অল্প অল্প করে বুজিয়ে
সবাই নিল নিজের জমি বাড়িয়ে
অবশেষে, আস্ত এক ডোবা
হয়ে গেল হাওয়া
জিতে গূল আধুনিকতার নেশা।
হলো সেথা গাড়ির গ্যারেজ,
হচ্ছে প্যান্ডেল খাটিয়ে ম্যারেজ
কোথায় গেল কচুরিপানা
নেইকো কারো জানা?
আর কদিন পরে যাবে সবাই ভুলে
ছিল এক ডোবা,ভরে থাকতো জলে
বাড়বে মানুষ বাড়বে লোভ
এমনি করে একের পর এক
জলাশয়ে পরবে কোপ।।