Mausumi Pramanik

Drama Tragedy


Mausumi Pramanik

Drama Tragedy


জীবন নদীর পাড়ে

জীবন নদীর পাড়ে

1 min 1.4K 1 min 1.4K

আমার জীবন নদীর ওপারে

দাঁড়িয়ে রয়েছো জানি...

অবসন্নতার চাদরে ঢেকে গেলে ক্ষণ

মরণ দিয়ে যায় হাতছানি।

তবুও যাওয়া আর হয় না...

চাইলেই তো চলে যাওয়া যায় না...

খেয়া বেয়ে, জীবন নদীর ওপারে!


আকাশ যখন মেঘলা করে আসে,

ভেজা বাতাসে তোমার কান্না জানি ভাসে।

আমারো চোখের পাতা ভিজিয়ে যায় বৃষ্টি...

মনের আয়নায় ভেসে ওঠে সেই শুভ দৃষ্টি...

তোমার পদশব্দে ছিল হৃদয়ের ধুকপুকানি...

শিহরণ জাগিয়ে যেত তোমার ঐ চাহনি...

সবটুকু উজাড় করেও পাওয়া হয়নি যারে,

ফুলের ডালায় তার চিতাভস্ম সাজিয়েছিলাম

জীবন নদীর পাড়ে।


আজ সবই মিথ্যে, ধুলোমাখা অতীত, ঝাপসা,

নিরাশার মাঝে কবেই পথ হারিয়েছে ভরসা।

তাই বুঝি অভিমানে তোমার হঠাৎ চলে যাওয়া

ফুরাবে না জানি কোন বাঁধা ঘাটে

আমার এ পথ চাওয়া...

অতৃপ্ত, অসমাপ্ত ভালবাসা আজও মাথা খুঁড়ে মরে

তাই মাঝে মধ্যেই এসে বসি ভাঙা নৌকায়

জীবন নদীর এ পারে॥


Rate this content
Originality
Flow
Language
Cover Design