তোমার মনের অন্ধকারে
তোমার মনের অন্ধকারে
তোমার মনের অন্ধকারে ,
হাজার রকম সমাচারে
হাজির হলাম এই আমি
ভালোবাসার উপহারে
সাজাবো বলে , সাজাবো বলে ;
আশা দেখাবো বলে , চেনাবো বলে ।
তুমি এবার রুক্ষ মরু ভুলে গিয়ে ,
শান্ত শীতল হাওয়ার পরশ আনো নিয়ে ।
কীসের এত দোটানা ?
কিচ্ছু আর নেই মানা ;
তাইতো এলাম চলে , এলাম চলে
আশা দেখাবো বলে , দেখাবো বলে ।
তুমি এবার আগুন জ্বালো নতুন করে ,
জাগো আবার প্রাণময় এক অন্য ভোরে ।
হয়তো নিছক আবেগে ,
তোমায় বাঁধছি আবেশে ।
তবুও দুঃখ ভুলে , নিরাশা ভুলে ,
মনেতে প্রেম গুলে , প্রেম গুলে ;
তাইতো এলাম চলে , এলাম চলে
আশা দেখাবো বলে , দেখাবো বলে ।
তোমার মনের অন্ধকারে ,
হাজার রকম সমাচারে
হাজির হলাম এই আমি
ভালোবাসার উপহারে
সাজাবো বলে , সাজাবো বলে ;
আশা দেখাবো বলে, চেনাবো বলে ।