STORYMIRROR

Ajanta Basu

Drama

4  

Ajanta Basu

Drama

হারিয়ে যাওয়া ইচ্ছে গুলি

হারিয়ে যাওয়া ইচ্ছে গুলি

1 min
2.5K


আমি ছুটে চলে যেতে চাই ওই রেলগারিটি ধরে,

আমি ঝাপ দিতে চাই অতল সমুদ্রের গভীরে

আমি চাই না শুনতে মিথ্যা সকল প্রতিশ্রুতির গান,

আমি কাঁদছি শুধু কাঁদছি মনে জমছে অভিমান


আমি নিঃস আমি একলা আজ ও সহস্রের ভিড়ে,

আমি উড়তে চাই খোলা হাওয়াই তাও ফিরতে চাই আজ নীড

যদি বেশ হতাম আমি গ্রিক রূপকথার সেই ফিনিক্স পাখি,


নিজের ভষ্ম থেকেই হতাম reborn নিজেই নিজেকে আঁকি


কিমবা যদি হতাম আমি সেই 'চাঁদের পাহাড়' এর শংকর,

আফ্রিকার জঙ্গল এ দাপিয়ে বেড়াতাম নিয়ে সিংহের মত হুঙ্ক

ব্ল্যাক মাম্বা ও বেশ পেত ভয় দেখে আমার রাগত দৃষ্টি,

ক্যানভাস এ তে ধরতাম যদি লীয়নিদ্স এর উল্কা বৃষ্টি

যদি হতাম 'লাস্ট লিফ' এর সেই শিল্পী বেহ্র্মান,


নিজের রং তুলি তেই সে তো বাঁচিয়ে ছিল এক প্রাণ

কল্পনা র সেই জাল কেটেছে আজ বাস্তবের এই কাঁচি,


বেপরওয়া না হযে তাই আমরা আজ সেই সেফ zone এ বাঁচি

হয়তো তাই ভিনচি র মোনালিসার analysis ছেড়ে

সেল্ফিই নিয়ে মত্ত আমরা যখন দেখি like যায় বেড

সমাধানের খোঁজে নিজের মগজ ধোলাই ছেড়ে,

গুগল ঘেটে নিজেই নিজের কাজ নিয়েছি কেড়

চেতনার ওই ফুল গুলোকে যদি একই মালায় গাথতাম,

রানার হয়ে তখন আমি আলোর বেগে ছুটতাম


Rate this content
Log in

Similar bengali poem from Drama