উঠে দাঁড়ানো
উঠে দাঁড়ানো
" ফেলে গেছো??? ভেবেছো ওখানেই আমার জীবন থেমে যাবে??
তোমায় ছাড়া উঠে দাঁড়াতে পারবো না???
তবে ভুল ধারণা৷
ছোট বেলায় হাটা শিখার সময়
বাবা প্রায় হাত ছেড়ে দিতো একা হাটা শিখার জন্য। তখন ও পরে যেতাম। বাবা হাত বাড়িয়ে উঠাতো না সবসময়। মাঝে মাঝে নিজেকে নিজে উঠতে বলতো৷ কাঁদতাম বসে থেকে একটু। কিন্তু হাল ছাড়তাম না।
এবং উঠে দাঁড়াতাম।
ছোট বেলায় বাবা যখন একা উঠে দাঁড়ানোর শিক্ষা এতো ভালো করে দিয়েছে
হিতাহিত জ্ঞান থাকা অবস্থায় তুমি এমন কি
যে, তুমি না থাকলে আমার জীবন থেমে যাবে??
তুমি ভুলের মাঝে বাস করছো তবে। "