সৃষ্টিকর্তা
সৃষ্টিকর্তা


তুমি যদি মনে করেই থাকো তোমাকে কেউ
সৃষ্টি করেছে তবে তুমি কিভাবে
চিন্তাও করো তাঁর নিয়ম কানুনের অবাধ্য হবে ???
যদি মেনেই নাও সৃষ্টিকর্তা আছেন তবে নিজের ইচ্ছা খাটিয়ো না
তাঁর বিধিবিধানের ক্ষেত্রে, যে ধর্মের হওনা কেনো।
আর যদি ভাবো তোমার সৃষ্টিকর্তাই নেই তবে তোমার জন্য কোন
বিধান নেই।
বিশ্বাস টাই এখানে মূখ্য।