Fahim Fuad

Tragedy Classics Fantasy


4.0  

Fahim Fuad

Tragedy Classics Fantasy


ব্যস্ততা

ব্যস্ততা

1 min 196 1 min 196

অবসর সময় এখন আর ভাল কাটে না।

কেমন জানি সবকিছু ব্যস্ততায় ছেয়ে গেছে।

বন্ধু বান্ধব ব্যস্ত, পরিবারের সদস্যরা ব্যস্ত,

ভাই বোন ব্যস্ত,

পাড়ার টং দোকান এর মামাও আজকাল ব্যস্ত সময় কাটায়,

এক সময় অবসর বসে থাকা টং দোকানের পাশের কুকুর টাও আজ ব্যস্ত সময় কাটায় কারণ তার ও

নতুন সদস্য এসেছে।

চারপাশ ব্যস্ত,

ব্যস্ত প্রকৃতিও তার রুপ বদলাতে।

এত শত ব্যস্ত নগরীতে আমি একা অবসর থাকলে

বেমানান দেখায়।

কারণ " দোস্ত আমি ব্যস্ত" এটা শুনতে চাই না

মুঠোফোনের ওপার থেকে

অথবা মুখবইয়ের বার্তার জবাবে।

অবসর থাকাটাই এখন সবচেয়ে বড় দায়।

তাই অবসর থাকতে চাই না।

ব্যস্ততায় ছেয়ে যেতে চাই।

যেন শুনতে না হয়,

" দোস্ত আমি ব্যস্ত! "

শুনতে চাই,

" দোস্ত, অবসর সময় আছে??? জমিয়ে আড্ডা দিবো!!!"

বিশ্বাস করেন সব ব্যস্ততা কে তুচ্ছ করে

আমি অবসর সময় নিবো তখন।

তার আগে নয়।

সে পর্যন্ত না হয় ব্যস্ততায় সেই অপেক্ষা করে যাই।


Rate this content
Log in

More bengali story from Fahim Fuad

Similar bengali story from Tragedy