Click Here. Romance Combo up for Grabs to Read while it Rains!
Click Here. Romance Combo up for Grabs to Read while it Rains!

Fahim Fuad

Tragedy Classics Inspirational


4.1  

Fahim Fuad

Tragedy Classics Inspirational


কোয়ারেন্টাইন

কোয়ারেন্টাইন

1 min 212 1 min 212

দেশ লকডাউন হতে পারে যেকোন মুহূর্তে।ভয়াবহ আকার ধারণ করছে মহামারী "করোনা" ।

তাই সবাইকে এমন অবস্থায় "কোয়ারেন্টাইন" পালনে আরো বেশি জোর প্রদান করতে বলেছেন সরকার । "


টিভিতে খবরটা দেখে ছোট্ট ছেলে অন্তর ( সদ্য স্কুল ভর্তি হওয়া ) বাবার কাছে গেলো ।

বাবা ! বাবা ! টিভিতে বলেছে সবাইকে " কোয়ারেন্টাইন "

পালন করতে । " কোয়ারেন্টাইন " মানে কি বাবা ???


----- পত্রিকা হাতে চা পান করতে থাকা আপন সাহেব

জবাব দিলেন " কোয়ারেন্টাইন মানে "সঙ্গরোধ " ।

যাতে করে একজনের দেহ থেকে অন্যের দেহে ভাইরাস ছড়াতে না পারে।

নিজেও ভালো থাকবে অন্যকেও ঝুঁকি মুক্ত রাখবে ।


---ওহ! আচ্ছা তাহলে দাদু ভাইকে " বৃদ্ধাশ্রম " এ রেখেছো সেটাও কি

" কোয়ারেন্টাইন " ??

অন্তরের মুখে এই কথা শুনে থমকে গেলেন আপন সাহেব ।

অজান্তেই চশমার ফাঁকে দিয়ে গরাতে থাকে অশ্রু ......

প্রশ্নের জবাব নেই তাঁর কাছে 


Rate this content
Log in

More bengali story from Fahim Fuad

Similar bengali story from Tragedy