কোয়ারেন্টাইন
কোয়ারেন্টাইন
দেশ লকডাউন হতে পারে যেকোন মুহূর্তে।ভয়াবহ আকার ধারণ করছে মহামারী "করোনা" ।
তাই সবাইকে এমন অবস্থায় "কোয়ারেন্টাইন" পালনে আরো বেশি জোর প্রদান করতে বলেছেন সরকার । "
টিভিতে খবরটা দেখে ছোট্ট ছেলে অন্তর ( সদ্য স্কুল ভর্তি হওয়া ) বাবার কাছে গেলো ।
বাবা ! বাবা ! টিভিতে বলেছে সবাইকে " কোয়ারেন্টাইন "
পালন করতে । " কোয়ারেন্টাইন " মানে কি বাবা ???
----- পত্রিকা হাতে চা পান করতে থাকা আপন সাহেব
জবাব দিলেন " কোয়ারেন্টাইন মানে "সঙ্গরোধ " ।
যাতে করে একজনের দেহ থেকে অন্যের দেহে ভাইরাস ছড়াতে না পারে।
নিজেও ভালো থাকবে অন্যকেও ঝুঁকি মুক্ত রাখবে ।
---ওহ! আচ্ছা তাহলে দাদু ভাইকে " বৃদ্ধাশ্রম " এ রেখেছো সেটাও কি
" কোয়ারেন্টাইন " ??
অন্তরের মুখে এই কথা শুনে থমকে গেলেন আপন সাহেব ।
অজান্তেই চশমার ফাঁকে দিয়ে গরাতে থাকে অশ্রু ......
প্রশ্নের জবাব নেই তাঁর কাছে