উষ্ণতা
উষ্ণতা


রিমির রিপোর্ট দেখে গাইনোকলজিস্ট বললেন,"চা-কফি খাওয়াটা কমাতে হবে রিমি, ক্যাফেইনের মাত্রাটা বেড়ে আছে, গর্ভাবস্থায় চা-কফি না খাওয়াই ভালো"।করুন মুখে মাথানাড়ায় সে। বাড়ি ফিরতেই রিমির চা-তেষ্টা পায়, কিন্তু ডাক্তারের কথামতো চা থেকে দূরত্ব বজায় রাখতে হবে তাকে।
********************
"মামনি এই নাও চা"
চমকে তাকায় রিমি, দেখে তার বড়মেয়ে গুড্ডি খেলনাবাটির ছোট্ট প্লাস্টিকের কাপে একটু জল নিয়ে এসে হাজির। রিমি কে কাপ টা ধরিয়ে বলল,"তুমি এখনও নিজের জন্য চা বানাও নি মামনি তাই আমি খেলনাবাটি খেলতে খেলতে তোমার জন্য চা করে এনেছি"। রিমি নিষ্পলক তাকিয়ে আছে খেলনা কাপটার দিকে, নাই বা হলো ধোঁয়া-ওঠা চা, মেয়ের হাতে তৈরী এই নকল চা টাই যে ভালোবাসার উষ্ণতা মাখা এক কাপ গরম চা রিমির কাছে।