টেলিফোন ( প্রম্পট ২১)
টেলিফোন ( প্রম্পট ২১)
এখন ফোনে কে ফোন করলো তার ফটো দেখা যায় , তার নাম্বার ও দেখা যায়। কতো সহজ সবকিছু । আমাদের সময় এমন ছিলো না । সবার বাড়িতে ফোন থাকতো না । আমাদের বাড়িতে যদিও বাবা ফোন এনেছিলেন , আমি খুব লুকিয়ে ফোন করতাম । নাতনির সঙ্গে গল্প করতে গিয়ে চোখে জল চলে এলো । অন্ধকারে সে জল কেউ দেখলো না । সবাই ঘুমিয়ে পরেছিলো, ফোন ধরেছিলো রমা, বাবার ছাত্র, নাম বলেনি, তারপর প্রতিদিন ঠিক একই সময়ে ফোন করতো ।
সে ফোন করতো, রমার প্রতি ভালোবাসার কথা বলতো, নাম জানা হয়নি তার, খুব ইচ্ছে করতো তাকে দেখতে। একদিন অকস্মাৎ বন্ধ হয়ে গেলো তার ফোন আসা। কতো কত কথা না বলা রয়ে গেলো, সে ফোনে যে ছবি দেখা যেতো না, নম্বোর আসত না..........