সমস্বর
সমস্বর
"দাদা এটা বর্ধমান কর্ড তো"?কোনরকমে ট্রেনে উঠে দরজায় দাঁড়ানো কাকু কে জিজ্ঞেস করলো মেঘ!
কিছু না জানা কাকু:"অ্যাঁ?বোধ হয়.."
দ্বিতীয় কিছু না জানা ব্যক্তি:"তাই তো জানি.."
জানালার ধারে সংসার ছড়িয়ে বসে থাকা মহিলা:"এটা মেইন লাইন নয়?আরে ট্রেন থামাও"
"আমরা সবাই নামবো...."-সমস্বরে!
ট্রেনের বাঁশি ও যোগ দিল তাদের সঙ্গে -"বোঁ ওওওও....."