সমানুপাতিক_ভালোবাসা:-
সমানুপাতিক_ভালোবাসা:-


কত কেঁদেছিলাম সেদিন, প্রথম যেদিন মুখে ব্রণ হয়েছিল। মা কে ব্যাস্ত করে তুলেছিলাম ব্রণ সরিয়ে তোলার জন্য টোটকা বাতলাও বলে বলে....
আজ এই সময়ে ডেলিভারির পরে শরীরে এত স্ট্রেচ মার্কস, ফুলের মত শিশুটিকে নিয়ে রাত জেগে জেগে চোখের কোলে এত কালি, কত পরামর্শ দিচ্ছে সবাই এটা লাগাও, ওটা লাগাও কিন্তু কিছুই লাগাচ্ছি না... তবুও চোখের কোলের কালি, স্ট্রেচ মার্কস এগুলো নিয়ে নিজেই যেনো নিজের প্রেমে পড়ে যাচ্ছি বারবার, সময়ই শিখিয়ে দেয় ভালোবাসার নুতন সংজ্ঞা...