সৈনিকের monologue
সৈনিকের monologue
রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়। যেতেই পারে। না, ওসব ফেয়ার প্লে বলে কিছু হয় না। আরে এটা তো আইপিএল নয়, এটা যুদ্ধ। দুর্গা দেবী কী করেছিলেন - হুম?
ওই দুর্গা দেবীর দশটা হাত আর অসুর বাবুর দুটা। ফেয়ার প্লে কোথাও নেই, সব আজাদি ঝুটা।
আরে বাবা, 'fair is foul and foul is fair'... তাই তোমাকে রাজা হতে হবে। না, সেনাপতি নয়, মন্ত্রী নয়, রাজা - রাজা! মন্ত্রী মরলে checkmate হয় না কিন্তু। সৈন্যরা লাইন দিয়ে এগিয়ে যায় মন্ত্রী হওয়ার জন্য। আর সেনাপতি? না - never! Macbeth মরেছিল, কে রাজা হয়েছিল? Macduff? না, বড় খোকা, Malcolm, Malcolm...অস্ত্রশস্ত্র ready রাখো। আর হ্যাঁ... 'বেয়নেট হোক যত ধারালো, কাস্তেটা ধার দিও বন্ধু।' ওঠো ওঠো, মনে রেখো, তোমারে বধিবে যে তোমাতে বাড়িছে সে। এখন অনেক রাত, যে যার মতো ব্যস্ত সবাই - কেউ 29, কেউ 69। নগ্ন হতে মগ্ন সবাই, মধ্যরাতে মানুষ জবাই। কি রে রাজা, তোর কাপড় কোথায়? রাজা, রাজা - অ্যাই রাজা! ধুর! এই জন্যে মদ খেয়ে কথা বলতে নেই, জানেন তো? নিজের কথা নিজের ছেলেটাও শোনে না। কই গেলে - লাইট টা জ্বালো। ভাল লাগছেনা, শুয়ে পড়ব। কাল আবার ভোট!!