Mitali Chakraborty

Inspirational

3  

Mitali Chakraborty

Inspirational

রঙ:-

রঙ:-

1 min
252


ছোট্ট বিতান, তিন্নি আর পপি রং খেলছে। দোল উৎসবের জেরে সাড়া অঞ্চলে তখন দোল খেলতে উন্মুখ সকলে। নিদারুণ আনন্দ বাচ্চাদের মনে। বিতান আর পপি তো রঙে রঙে রঙিন হয়ে গেছে ইতিমধ্যেই। ছাড় পাচ্ছে না তিন্নিও। কি খুশি তিনজনেই রং খেলা নিয়ে। হটাৎ পপি দেখলো পাড়ার কিছু ছেলে নেড়িকুকুর গুলির উপর রং দিচ্ছে, কুকুর গুলো কেউ কেউ শব্দ করে পালিয়ে বেড়াচ্ছে। হঠাৎ কি হলো বিতান গিয়ে দৌড়ে নেড়ি কুকুর গুলিকে বাকি ছেলেদের হাত থেকে রক্ষা করতে দৌড়ে গেলো। সঙ্গ দিল তিন্নি আর পপি আর এতক্ষনে এসে পড়েছে তাদের অভিভাবকেরাও। বাকি ছেলেগুলো কেটে পড়লো তখন আর নেড়ি কুকুর গুলো পেলো রেহাই। বিতান তিন্নি আর পপি কে বললো

-- আমরা নিজেরা রং খেলবো কিন্তু এই অবলা জীব গুলোর উপর এই রঙ লাগতে দেবো না। এতে যে এদের কষ্ট হয়।


বিতানের কথায় সম্মতি জানাল পপি আর তিন্নি।Rate this content
Log in

More bengali story from Mitali Chakraborty

Similar bengali story from Inspirational